প্রিন্ট এর তারিখঃ Mar 14, 2025 ইং || প্রকাশের তারিখঃ Mar 8, 2025 ইং
শিবগঞ্জে দুস্হদের মাঝে আলোর সীমান্তের খাদ্যসামগ্রী বিতরন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায়-দুস্থ ১৬০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংস্থা আলোর সীমান্তের উদ্যোগে উপজেলার নামোটিকরী বাজারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সংস্থার পরিচালক আবদুল বাসির। এ সময় তিনি বলেন, প্রতিবছরই রমজান মাসে দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এবারও আলোর সীমান্তের উদ্যোগে ১৬০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সদস্য আনসারুল ইসলাম, আমিনুল ইসলাম, আজগর আলী ও মাওলানা আজগর আলী প্রমূখ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ছোলা, দুই কেজি আটা, দুই কেজি আলু, ৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম খেজুর ও ৫০০ গ্রাম মুড়ি দেয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ভোরের কন্ঠ